মো. খেলাফত হোসেন খসরু, পিরোজপুর : তুচ্ছ ঘটনার জের ধরে মঠবাড়িয়ার উপজেলার বড় মাছুয়া খেজুরবাড়িয়া গ্রামে সোমবার গভীর রাতে আ. হালিম আকন (১৬) নামে এক যুবক কীটনাশক পানে আত্মহত্যা করেছে। আজ মঙ্গলবার সকালে ময়না তদনে্তর জন্য লাশ জেলা মর্গে প্রেরন করা হয়েছে। পারিবারিক সূত্রে জানা যায়, বাবা-মায়ের সাথে তুচ্ছ ঘটনা নিয়ে ঝগড়া হলে অভিমান করে ঘরে রাখা কিটনাশক পান করে হালিম আত্মহত্যা করে। নিহত হালিম উপজেলার খেজুরবাড়িয়া গ্রামের শহীদ আকনের পুত্র।