নিজস্ব প্রতিবেদক : রাজধানীর মতিঝিল এলাকার কমলাপুর বারূর মাঠের সন্নিকটে র্যাবের সঙ্গে বন্দুকযুদ্ধে অজ্ঞাত এক যুবক গুলিবিদ্ধ হয়ে নিহত হয়েছেন। বুধবার মধ্যরাতে এ ঘটনা ঘটে। মতিঝিল থানার এসআই শেখ ফরিদ উদ্দিন সাংবাদিকদের জানান, সাদেক হোসেন খোকা কমিউনিটি সেন্টারের উল্টো দিক থেকে রাত ১টার দিকে এক যুবককে গুলিবিদ্ধ অবস্থায় উদ্ধার করে ঢকা মেডিকল কলেজ হাসপাতালে নেওয়া হলে সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। র্যাব-৩ এর সঙ্গে বন্দুকযুদ্ধে ওই যুবক নিহত হয়েছে বলে তিনি জানান। নিহত যুবকের বিস্তারিত পরিচয় জানা যায়নি।