সান্দ্রা নন্দিনী : মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের বিরোধিতা করায় ক্যাথলিক চার্চের বিশপদের ওপর চড়াও হয়েছেন ফিলিপাইনের প্রেসিডেন্ট রদ্রিগো দুতার্তে। বুধবার দেশটির প্রেসিডেন্ট কার্যালয়ে দেওয়া ভাষণে দুতার্তে তার দেশের ক্যাথলিক বিশপদের ‘অকর্মন্য আহাম্মক’ হিসেবে অভিহিত করেন। তিনি বলেন, ‘ওইসব অকর্মন্য আহাম্মকদের সবক’টাকে খুন করা উচিৎ।’ আল জাজিরা
উল্লেখ্য, মাদকের বিরুদ্ধে রক্তাক্ত অভিযান চালাচ্ছে ফিলিপাইন। দেশটির ক্যাথলিক চার্চগুলো এর বিরুদ্ধে নিজেদের অবস্থান জানিয়েছে। ফিলিপাইনের জনসংখ্যা প্রায় ১০ কোটি। সেখানে অন্তত ৯০ শতাংশই ক্যাথলিক খ্রিস্টান। সম্পাদনা : শরিফ আহমেদ