আবুল বাশার নূরু : আসন্ন নির্বাচনে জোটের প্রার্থীকে বিজয়ী করতে প্রচারণায় নামছে কেন্দ্রীয় ১৪ দল। আগামী ১১ ডিসেম্বর সিরাজগঞ্জ জেলা সফরের মধ্য দিয়ে এই কর্মসূচি শুরু হবে। গতকাল বৃহষ্পতিবার দুপুরে বঙ্গবন্ধু এভিনিউস্থ আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে ১৪ দলের বৈঠকে এই সিদ্ধান্ত নেয়া হয়েছে বলে জানিয়েছেন সাম্যবাদী দলের সাধারণ সম্পাদক দিলীপ বড়–য়া।
কর্মসূচির মধ্য রয়েছে আগামী ১১ ও ১২ ডিসেম্বর সিরাজগঞ্জ সফর ও জনসভা। এরপর ১৩ ডিসেম্বর রাজধানীর মতিঝিল, ১৪ ডিসেম্বর পুরান ঢাকার লালবাগ, ১৫ ডিসেম্বর মিরপুর, ১৯ ডিসেম্বর ফেনী, ২১ ডিসেম্বর কুষ্টিয়া, ২২ ডিসেম্বর রাজশাহী, ২৩ ডিসেম্বর নওগাঁ ও ২৪ ডিসেম্বর গাইবান্ধায় জনসংযোগ ও জনসভা?
প্রয়োজনে এই কর্মসূচির পরিধি বাড়তে পাওে বলে জানিয়েছেন দিলীপ বড়–য়া।
১৪ দলের বৈঠকে সভাপতিত্ব করেন আওয়ামী লীগের সভাপতিমন্ডলীর সদস্য, কেন্দ্রীয় ১৪ দলের মুখপাত্র মোহাম্মদ নাসিম। এতে নৌপরিবহন মন্ত্রী শাজাহান খান, সাম্যবাদী দলের সাধারণ সম্পাদক দিলীপ বড়–য়া, জাসদের সাধারণ সম্পাদক শিরীন আখতার, ন্যাপ নেতা ইসমাইল হোসেন, বাসদের আহবায়ক রেজাউর রশিদ প্রমুখ উপস্থিত ছিলেন। সম্পাদনা : সালেহ্ বিপ্লব, ইকবাল খান