রফিক আহমেদ : ইসলামী আন্দোলন বাংলাদেশÑআইএবি’র মহাসচিব মাওলানা ইউনুস আহমদ বলেছেন, অনিয়মে ভরা নির্বাচনের মাধ্যমে সরকার গঠন করা হয়েছে। দেশের সর্বস্তরে অনিয়মের আশঙ্কা থেকেই যায়, তাই সর্বস্তরের মানুষের সচেতন থাকা দরকার। গতকাল বুধবার দলের পুরানা পল্টন দলের কেন্দ্রীয় কার্যালয়ে একান্ত সাক্ষাৎকারে তিনি এ কথা বলেন। আইএবি’র মহাসচিব বলেন, দেশের রাজনৈতিক দলগুলো দেশ, জাতি ও মানবতার স্বার্থে আরো বেশী সচেতন থাকা দরকার। যে কোন অবস্থায় দেশের জনগোষ্ঠি যদি অধিকার বঞ্চিত হয়Ñতখন অবস্থা উপযোগী ভূমিকা রাখা জরুরি বলে মনে রাখতে হবে এবং যে কোন জুলুম, অত্যাচার ও নিপীড়নের স্বীকার যদি এ দেশের মানুষ হয়, তবে যে কোন কর্মসূচির মাধ্যমে প্রতিবাদ করা জরুরি। সম্পাদনা : রেজাউল আহসান