ইমরান আলী : চাঁপাইনবাবগঞ্জের মহারাজপুর ঘোড়াস্ট্যান্ড এলাকা থেকে বিপুল পরিমান ইয়াবাসহ মাদক ব্যবসায়ীকে আটক করেছে র্যাব-৫ এর চাঁপাইনবাবগঞ্জ ক্যাম্পের সদস্যরা। গত শনিবার সন্ধ্যায় সদর উপজেলার মহারাজপুর ইউনিয়নের ঘোড়াস্ট্যান্ড এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করে। আটককৃত মাদক ব্যবসায়ী সদর উপজেলার কালীনগর গ্রামের মৃত বজলুর রহমানের ছেলে শফিকুল ইসলাম নিলু (৫৮)।
গতকাল রোববার দুপুরে র্যাবের পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, গোপন সংবাদের ভিত্তিতে শনিবার রাতে ঘোড়াস্ট্যান্ডে অভিযান চালিয়ে নিলুকে ১ হাজার ৩৬ পিচ ইয়াবাসহ আটক করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে নিলু মাদক ব্যবসার সাথে জড়িত থাকার কথা স্বীকার করে। উদ্ধারকৃত ইয়াবার মূল্য ৩ লাখ ১০ হাজার ৮০০ টাকা। এঘটনায় চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানায় মাদকদ্রব্য আইনে মামলা দায়ের করা হয়েছে।
উল্লেখ্য, নিলু ২০১৭ সালে ৪০০ বোতল ফেনসিডিলসহ ঢাকায় আটক হয়েছিল। খিলক্ষেত থানায় সে মামলা চলমান রয়েছে। জামিনে বের হয়ে সে আবারো মাদক ব্যবসার সাথে জড়িয়ে পড়ে। র্যাবের মাদক বিরোধী অভিযান অব্যাহত থাকবে। সম্পাদনা : বাহাউদ্দিন