দেবদুলাল মুন্না : ‘উরি: দ্য সার্জিক্যাল স্ট্রাইক’-খ্যাত ভিকি কৌশলকে দেখা যাবে যুদ্ধ নায়কের ভূমিকায়। ভারতের সাবেক সেনা প্রধান শ্যাম মানেকশ সাজবেন তিনি।১৯৭১ সালে বাংলাদেশের মুক্তিযুদ্ধের সময় মিত্র বাহিনীর প্রধানের দায়িত্ব পালন করেন মানেকশ।তিনি ১৯৩০ সালে ব্রিটিশ আর্মিতে যোগ দেন, ১৯৭৩ সালে অবসর গ্রহণ করেন। মুভিটির নির্মাতা মেঘনা গুলজার জিটিভিকে বলেন,‘এই ছবি বায়োপিক।কারণ আমরা মুক্তিযুদ্ধের সময়ে তার অনন্য সব কিছু ঘটনা তুলে ধরেছি মাত্র।’ মুভিটি এবছরের শেষে ভারতে মুক্তি পাবে।
গুরুত্বপূর্র্ণ ও ঐতিহাসিক ঘটনা মিলিয়ে চিত্রনাট্য করছেন ভবানী আইয়ার ও শান্তুনু শ্রীবাস্তব। মানেকশা’র চরিত্রে রুপদানকারী অভিনেতা ভিকি বলেন,‘তার মতো সেনানায়ককে সামনে থেকে দেখার সৌভাগ্য আমার হয়নি। কিন্তু মা-বাবার কাছ থেকে তার কীর্তি সম্পর্কে অনেক শুনেছি। সবচেয়ে বেশি করে চর্চিত ১৯৭১ সালের মুক্তিযুদ্ধের সময়ে তার অনন্য ভূমিকা। ওনার মতো হাবভাব ফুটিয়ে তুলতে যথা সম্ভব পড়াশোনা করছি এবং যা যা ভিডিও আছে তা সব বারবার দেখছি।’ বর্তমানে দীপিকা পাড়ুকোনকে নিয়ে অ্যাসিড সন্ত্রাসের শিকার লক্ষ্মী আগরওয়াল বায়োপিক ‘ছাপাক’ নির্মাণ করছেন মেঘনা। মুক্তি পাবে ২০২০ সালের ১০ জানুয়ারি। অন্যদিকে ভারতীয় বিপ্লবী উদাম সিং-এর চরিত্রে কাজ করছেন ভিকি। সুজিত সরকারের সিনেমাটি মুক্তি পাবে ২০২০ সালের অক্টোবরে। পারস্য বংশোদ্ভূত ভারতীয় ফিল্ড মার্শালের মূল নাম শ্যাম হোরামশিজি প্রেমজি শ্যাম বাহাদুর জামসেদজি মানেকশ। তিনি পারস্যের জরথুস্ত্রীয় ধর্মের অনুসারী ছিলেন। পরে শরণার্থী হিসেবে ভারতে আসেন। প্রায় ৪ দশকের দীর্ঘ সামরিক জীবনে তার অর্জন অনেক। ১৯৬৯ থেকে ১৯৭৩ সাল পর্যন্ত ভারতীয় সেনাবাহিনীর চিফ অফ স্টাফ হিসেবে দায়িত্ব পালন করেন। শ্যাম মানেকশ’ ভারতের মাত্র দুজন সামরিক কর্মকর্তার একজন যারা সর্বোচ্চ সামরিক পদবি ফিল্ড মার্শাল অর্জন করেছেন। সম্পাদনা : ওমর ফারুক