গত দুই-তিন দিনে ফেসবুকে ক্রিকেট আলোচনার বন্যায় এক কথায় আমি যা বুঝলাম : ১. বাংলাদেশের একটি বিশেষ ধর্মের সিংহভাগ লোক সেমিফাইনালে নিউজিল্যান্ডের সঙ্গে ভারতের পরাজয়ে আনন্দিত হয়েছে, যেমনটা তাদের সাম্প্রতিক সময়গুলোতে হতে দেখা যাচ্ছে, এর পেছনের আসল কারণ ‘সাম্প্রদায়িকতা’। এরা ভারতবিদ্বেষী এবং অকৃতজ্ঞ। ২. বাংলাদেশের আরেকটি বিশেষ ধর্মের ৯৯.০০ শতাংশ লোক ওই খেলায় ভারতের হারে মর্মাহত হয়েছে, যেমনটা তাদের সারাজীবন হতে দেখা যায়, এর পেছনের আসল কারণ ‘সম্প্রীতি’। এরা ভারতবন্ধু এবং কৃতজ্ঞ। উপসংহার : লোকজন উট পাখির মাথা গোঁজার সেই গল্প জানে না বলে এবং সাম্প্রদায়িকতা ও সম্প্রীতির পার্থক্য বোঝে না বলেই ফাও বিতর্ক করছে।) আসুন এসব বাদ দিয়ে ১৪ জুলাই ফাইনাল খেলা দেখার জন্য প্রস্তুতি নিই। এখানে ধর্ম কোনো সমস্যা তৈরি করতে পারবে না বাংলাদেশিদের মধ্যে। সেইসঙ্গে একটা গান হয়ে যাক : ‘তুমি তলে তলে টেম্পু চালাও/আমি করলে হরতাল/আমি করলে হরতাল ভাইয়া/আমি করলে হরতাল/তুমি তলে তলে ভেসপা চালাও/আমি বসলে চাক্কা টাল/আমি বসলে চাক্কা টাল ভাইয়া/আমি বসলে চাক্কা টাল।’ ফেসবুক থেকে