জুয়েল খান : ভারতে যেমন ধর্ষণের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদ- করা হয়েছে ঠিক বাংলাদেশেও তেমনি এই জঘন্য অপরাধের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদ- হওয়া উচিত। সাম্প্রতিক সময়ে প্রধানমন্ত্রী এই বিষয়ের দিকেই ইঙ্গিত করেছেন বলে মনে করেন সাবেক আইনমন্ত্রী ব্যারিস্টার শফিক আহমেদ।
তিনি বলেন, ধর্ষণের সর্বোচ্চ শাস্তি যদি মৃত্যুদ- হয় তাহলে এই অপরাধ পুরোপুরি না কমলেও অনেকাংশে কমবে, মানুষ এমন অপরাধ করতে গেলে শাস্তির কথাটা অনেকবার ভাববে। যখন কোনো অপরাধের শাস্তি মৃত্যুদ- হয় তখন অপরাধী ভাবে যে, যদি কোনোভাবে ধরা পড়ে তাহলে তাকে মরতে হবে, তাই শাস্তির কথা ভেবে হলেও অন্তত এই অপরাধ থেকে দূরে থাকবে। এছাড়া আমাদের নৈতিক এবং মানবিক বিষয়টিকে আরও জাগ্রত করতে হবে। যাকে ধর্ষণ করা হচ্ছে সে হয়তো কারও মা, বোন বা স্ত্রী তাই কারও পরিবারের ক্ষতি এবং ধর্ষণকারীর পরিবারের সামাজিক সম্মান ধূলিসাৎ করে এই জঘন্য অপরাধ করা যাবে না। এছাড়া ধর্ষণকারী দেশ, জাতি এবং সমাজের কাছে ঘৃণিত ব্যক্তি হিসেবে পরিচিতি পাবে।