জুয়েল খান : এরশাদ সরকারের স্বৈরশাসনের আমলে বাংলাদেশের মানুষকে বহু নির্যাতন স্বীকার করতে হয়েছে। এরপর পৃষ্ঠা ২, সারি
(প্রথম পৃষ্ঠার পর) বিশেষ করে তার সময় বহু মানুষকে হত্যা করা হয়েছে বলে মনে করেন সিপিবির উপদেষ্টাম-লীর সদস্য মনজুরুল আহসান খান।
তিনি বলেন, আমার দৃষ্টিতে তিনি একটা ভালো কাজ করেছেন সেটা হলো আন্দোলনের মুখে স্বাভাবিক এবং শান্তিপূর্ণভাবে ক্ষমতা ছেড়ে দিয়েছেন। তবে তিনি আন্তঃনগর ট্রেন চালু করেন যেটা খুবই ভালো উদ্যোগ ছিলো। তার সময়ে দেশে অচল অবস্থার সৃষ্টি হয়েছিলো ফলে গণতন্ত্র হুমকির মুখে পড়েছিলো। আর গণতন্ত্র ছাড়া কোনোভাবেই উন্নয়ন হয় না। গণতন্ত্রহীন উন্নয়ন শুধু ধনী-গরিবের মধ্যে বৈষম্য বাড়িয়ে দেয়।