মিন্নি আটক হওয়ায় বেশিরভাগ পুরষ উল্লসিত হয়েছেন। এর মানে এই নয় যে তারা হত্যা-নির্যাতনের বিচার চান বলে একজন ‘সম্ভাব্য খুনি’ গ্রেপ্তার হওয়ায় আনন্দিত, যদি তাই হতো তাহলে অন্য খুনগুলোর ব্যাপারে এই উল্লসিত পুরুষগণকে সক্রিয় দেখা যেতো। বাস্তবে কোনো খুন কিংবা গুম বা ক্রসফায়ার যাতে মানুষের অধিকার নষ্ট হয় সেরকম বিষয় তাদের খুব সোচ্চার দেখা যায়নি। কোনো একটা খুনের মোটিভের সঙ্গে একজন নারীর সম্পৃক্ততা থাকার সম্ভাবনা তৈরি হলে পুরুষগণের এতো অধিক পরিমাণের উথিত হওয়ার সোসিও অ্যানালিসিস কি বলে, জানেন কেউ? এই যে এতো শিশু ধর্ষণ, মাদ্রাসায় বালক ধর্ষণের সঙ্গে মিন্নির গ্রেপ্তারে পুরুষদের উল্লাসের কোনো সম্পর্ক আছে? মিন্নি নারী, সুন্দরী; পুরুষদের মাতত্রাতিরিক্ত উল্লাসের পেছনে কি এসব কাজ করেছে?