আমিরুল ইসলাম : অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল পর পর চিকুনগুনিয়া ও ডেঙ্গু জ¦রে আক্রান্ত হওয়ায় মশা নিয়ে উদ্বেগ প্রকাশ করে বলেছেন, মশার ভয়ে তিনি অফিসে যান না। রাষ্ট্রের সর্বোচ্চ কর্তাব্যক্তির একজন যদি এ রকম শঙ্কা প্রকাশ করেন, সাধারণ মানুষের উদ্বেগ কতোটুকু হতে পারে? ডেঙ্গু নিয়ে শঙ্কার বিষয়টি জানতে চাইলে নগর পরিকল্পনাবিদ স্থপতি ইকবাল হাবিব বলেন, জবাবদিহিতা না থাকা ও জনদুর্ভোগকে প্রাধান্য না দেয়ার প্রবণতা ডেঙ্গু সমস্যাকে আজকের এই জায়গায় এনে দাঁড় করিয়েছে।
তিনি আরও বলেন, সাধারণ মানুষের ডেঙ্গু নিয়ে উদ্বেগের কিছু নেই, তারা ইতোমধ্যেই ডেঙ্গুর শিকার। যিনি শিকার তার তো বলার কিছু বাকি নেই। সাধারণ মানুষ কি কাদম্বিনীর মতো মরিয়া প্রমাণ করিবে যে তারা মরে নাই। সাধারণ মানুষকে অবহেলা-অবজ্ঞা করে পার পাওয়ার কারণে এ অবস্থা তৈরি হয়েছে। মন্ত্রী পর্যন্ত অসহায়ত্ব প্রকাশ করছেন। এ সমস্ত অবহেলা যারা করছেন তাদের জবাবদিহিতার মধ্যে না আনলে এ থেকে পরিত্রাণ পাওয়া যাবে না।