সুস্মিতা সিকদার : মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পের প্রশাসন হাফিজ সাঈদের ব্যাপারে সন্দেহ প্রকাশ করে শুক্রবার জানিয়েছে, হাফিজ সাঈদ ২০০১ সালে ভারতের পার্লামেন্টে হামলা এবং ২০০৮ সালে মুম্বাই হামলার মূল পরিকল্পনাকারী। তাকে এর আগে ৬ বার গ্রেপ্তার করা হলেও তার কার্যকলাপ বা তার সন্ত্রাসী দল লস্কর-ই-তৈয়বার উপর কোন প্রভাব পড়েছে এমনটা বলা যাবে না। আমরা অতীতে এ ঘটনা দেখেছি। এখন আমরা দৃঢ় ও দীর্ঘস্থায়ী পদক্ষেপ দেখতে চাচ্ছি। এনডিটিভি
যুক্তরাষ্ট্রের এক জ্যেষ্ঠ প্রশাসনিক কর্মকর্তা বলেন, ‘আমি লক্ষ্য করেছি সন্ত্রাস দমনে পাকিস্তান কিছু প্রাথমিক পদক্ষেপ নিয়েছে। তারা সন্ত্রাসী গোষ্ঠীর সম্পদ বাজেয়াপ্ত করার ঘোষণা দিয়েছে এবং হাফিজ সাঈদকে গ্রেপ্তারও করেছে। কিন্তু তিনি উল্লেখ করেন, হাফিজ সাঈদকে ২০০১ সালে পার্লামেন্ট হামলার পর গ্রেপ্তার করা হলেও পরবর্তীতে মুক্তি দেয়া হয়েছিলো। তাই আমরা দেখতে চাই পাকিস্তান সন্ত্রাসীদের বিরুদ্ধে দীর্ঘস্থায়ী ব্যবস্থা নেবে।
তিনি আরো বলেন, হাফিজ সাঈদের গ্রেপ্তারের ঘটনাটি আগের ঘটনাগুলোর সঙ্গে কোন পার্থক্য তৈরি করছে না। তাই বিষয়টি আমরা পর্যবেক্ষণ করছি। সম্পাদনা : ইকবাল/ইমরুল