নূর মোহাম্মদ : মাদ্রাসাছাত্রী নুসরাত জাহান রাফিকে পুড়িয়ে হত্যার ঘটনার পর ডিজিটাল নিরাপত্তা আইনে করা মামলায় ফেনীর সোনাগাজী থানার সাবেক ওসি মোয়াজ্জেম হোসেন আবারও জামিন চেয়ে হাইকোর্টে আবেদন করেছেন। গত সপ্তাহে আবেদন করলেও মঙ্গলবার তার আইনজীবী রানা কাওছার বিষয়টি নিশ্চিত করেন। রানা সাংবাদিকদের বলেন, মোয়াজ্জেম অসুস্থ। তাছাড়া তিনি একজন পুলিশ অফিসার। জামিন দিলে পালিয়ে যাবেন না। এসব দেখিয়ে মোয়াজ্জেমের জামিন আবেদন করেছি। আবেদনটি অবকাশকালিন বেঞ্চে বা ঈদের পর নিয়মিত বেঞ্চে শুনানির জন্য উপস্থাপন করতে পারি।
এর আগে আগাম জামিন নিতে এসে গত ১৬ জুন হাইকোর্ট এলাকার বাইরে থেকে গ্রেফতার হন মোয়াজ্জেম। এরপর ১৭ জুন তাকে আদালতে হাজির করা হলে জামিন আবেদন নাকচ করে কারাগারে পাঠানোর আদেশ দেয়া হয়। পরে হাইকোর্টে জামিন আবেদন করলে গত ১ জুলাই তা উত্থাপিত হয়নি মর্মে খারিজ করে দেন আদালত। সম্পাদনা : ইকবাল খান