আমিরুল ইসলাম : ভারতের সংবিধানের ৩৭০ ধারার বিলুপ্তি ঘটায় ‘বিশেষ মর্যাদা’ ও ‘বিশেষ স্বায়ত্তশাসন’ হারালো জম্মু-কাশ্মীর। ৩৭০ ধারার অধীন ৩৫-এ ধারাও রদ হয়ে গেলো। তৈরি হলো দু’টি আলাদা কেন্দ্রশাসিত অঞ্চল- জম্মু –কাশ্মীর এবং লাদাখ। বিষয়টি কীভাবে দেখছেন জানতে চাইলে নিরাপত্তা বিশ্লেষক মেজর জেনারেল (অব.) এম সাখাওয়াত হোসেন বলেছেন, এটা ভারতের অভ্যন্তরীণ রাজনৈতিক ব্যাপার। তবে কাশ্মীর ইস্যুতে ভারত পাকিস্তানে সব সময়ই রাজনৈতিক উত্তেজনা বিরাজ করে। এর ফলে উত্তেজনা আরো বাড়বে।
তিনি বলেন, ৩৭০ ধারা অনুযায়ী প্রতিরক্ষা, বিদেশ, অর্থ এবং যোগাযোগ ছাড়া অন্য কোনো বিষয়ে জম্মু-কাশ্মীরে হস্তক্ষেপের অধিকার ছিলো না। জম্মু-কাশ্মীরে কোনো আইন প্রণয়নের অধিকার ছিলো না সংসদেরও। এবার বাকি রাজ্যগুলোর মতোই কেন্দ্র হস্তক্ষেপ করতে পারবে। এতে করে সেখানকার মানুষের স্বাধীনতা খর্ব করা হয়েছে।