লিহান লিমা: কাশ্মীরের বিশেষ মর্যাদা বাতিল নিয়ে জাতিসংঘের নিরাপত্তা পরিষদের পাঁচ স্থায়ী সদস্য চীন, ফ্রান্স, রাশিয়া, ব্রিটেন এবং যুক্তরাষ্ট্রকে জানিয়েছে ভারত। সোমবার ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বাসভবনে কাশ্মীর নিয়ে উচ্চপর্যায়ের বৈঠকের পর রাজ্যসভায় ৩৭০ ধারা বাতিলের কথা জানান স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। সন্ধ্যায় রাজ্যসভায় এই বিলটি পাশ করা হয়। টাইমস অব ইন্ডিয়া। রাজ্যসভায় বিল পাশের পর ভারতের পক্ষ থেকে সরকারি বার্তায় নিরাপত্তা পরিষদের রাষ্ট্রগুলোকে এই তথ্য জানানো হয়। সেই সঙ্গে দিল্লির সব কূটনৈতিক ও অন্যান্য বন্ধুরাষ্ট্রগুলোকে সরকারীভাবে এই তথ্য জানানো হয়েছে।
এদিকে জম্মু-কাশ্মীর ভেঙে দুই টুকরো করার ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী মাহাথির বিন মোহাম্মদ। পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়েছে, প্রধানমন্ত্রী ইমরান খানের কাছে ফোন করেছেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী মাহাথির মোহাম্মদ। মাহাথির বলেছেন, তিনি জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনের জন্য অপেক্ষা করছেন। এই সময় মাহাথিরকে ইমরান বলেন, ভারতের এই ঘোষণার ফলে এ আঞ্চলিক নিরাপত্তা ও শান্তি বিঘিœত হবে এবং প্রতিবেশি দুই দেশের সম্পর্কের আরো অবনতি ঘটবে। ইমরান বলেন, এই ঘোষণা জাতিসংঘের নিরাপত্তা পরিষদের প্রস্তাবনার পরিষ্কার লঙ্ঘন। সম্পাদনা : ইকবাল খান