জুয়েল খান : কাশ্মীরে বর্তমান অস্তিতিশীল পরিবেশ বিরাজ করার কারণে অনেকেই চিন্তিত। তবে ৩৭০ ধারা রধ করার কারণে ভারতের সাথে পাকিস্তানের দ্বীপাক্ষিক সম্পর্কের আরো অবনতি হবে বলে আশঙ্কা করেন সাবেক রাষ্ট্রদূত মোহাম্মদ জমির।
তিনি বলেন, জম্মু-কাশ্মীরের উপরে ৩৭০ ধারা বাতিল করাটা ভারতের আভ্যন্তরীণ ব্যাপার। তবে এই সিদ্ধান্তের ফলে কাশ্মীরের অভ্যন্তরীণ উত্তেজনা বাড়বে একই সাথে এই পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে ভারতের কেন্দ্রীয় সরকারকে অনেক বেগ পেতে হবে। যেহেতু জম্মু-কাশ্মীরে লে. গভর্নর নিয়োগ করা হবে ফলে কেন্দ্রীয় সরকার ভালোভাবেই নিজেদের নিয়ন্ত্রণে নেবে।