খোরশেদ আলম : শেরপুরে দুর্বৃত্তের অস্ত্রাঘাতে আনোয়ার হোসেন (৩৫) নামে এক পুলিশ কর্মকর্তা গুরুতর আহত হয়েছেন। ৫ আগস্ট সোমবার সকালে শহরের গৌরীপুর পুলিশ ফাঁড়ি সংলগ্ন বাসায় ওই ঘটনা ঘটে। আহত আনোয়ার হোসেন গৌরীপুর পুলিশ ফাঁড়ির সহকারী উপ-পরিদর্শক । পুলিশ ও স্থানীয় বাসিন্দারা জানায়, দুর্বৃত্তের একটি দল দেশীয় অস্ত্র নিয়ে সোমবার সকাল ৯ টার দিকে শহরের নতুন বাস টার্মিনাল এলাকায় আনোয়ার হোসেনের ভাড়া বাড়িতে তার উপর হামলা করে। ওই সময় তার বাড়ির অন্যান্য সদস্যরা কোন কিছু বুঝে উঠার আগেই তাকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে গুরুতর আহত করে পালিয়ে যায় দুর্বৃত্তরা। বাড়ির লোকজন তাকে জেলা সদর হাসপাতালে ভর্তি করে। পরে কর্তব্যরত চিকিৎসক তার উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন। তবে কারা, কি কারণে তার উপর হামলা হয়েছে তার কোনো কারণ জানা যায়নি।এ রিপোর্ট লেখা পর্যন্ত পুলিশের কোনো কর্মকর্তা এ বিষয়ে কোনো মন্তব্য করতে রাজি হননি। অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) মোহাম্মদ বিল্লাল হোসেন বলেন, এ বিষয়ে বিস্তারিত পরে জানানো হবে। সম্পাদনা : আবদুল অদুদ