রাকিব উদ্দীন : নিজ দেশের হাসপাতালে ৩০ লক্ষ মার্কিন ডলার দান করেছেন লিভারপুলের মিশরীয় ফরোয়ার্ড মোহাম্মদ সালাহ। যা বাংলাদেশি টাকায় ২৫ কোটি টাকা (প্রায়)। বৃহস্পতিবার মিশরের সংবাদমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেন কায়রো বিশ^বিদ্যালয়ের সভাপতি মোহাম্মেদ উসমান আল খাস্ত।
গত সোমবার মিশরের রাজধানী কায়রোতে অবস্থিত ক্যান্সার ইনস্টিটিউট ভবনে আঘাত হেনেছিলো বিস্ফোরক বোঝাই এক গাড়ি। এ দুর্ঘটনায় ২০ জন নিহত ও ৪৭ জন আহত হয়েছিলো। এরপরই ভবনটি সংস্কারের ঘোষণা দেন দেশটির সরকার। এরপরই সরকারের পাশে দাঁড়িয়ে হাসপাতালটি সংস্কারের জন্য ৩ মিলিয়ন মার্কিন ডলার সাহায্য পাঠান মিশরীয় ফুটবল তারকা সালাহ। এছাড়া আহতদেরকে নিজের সবটুকু দিয়ে সহায়তা দিবেন বলে সালাহ টুইট করেন। সম্পাদনা : আক্তারুজ্জামান