শৈশবের সব ঈদ আমার কাছে অনেক আনন্দের ছিলো। ভালোলাগার ছিলো। এখনো ঈদে অনেক আনন্দ করি। তবে শৈশবের ঈদ ছিলো অন্য রকম। তখন তো বছরে একবার কাপড় পরতাম। ওই কাপড়গুলো লুকিয়ে রেখে ঈদের দিন পরা। আমাদের অনেক বড় পরিবার। ভাইদের মধ্যে আমি সবার ছোট। বড় ভাইয়েরা গরু কেনার কাজটা করতেন। একবার আমি হাটে গিয়েছিলাম, গরু কিনবো বলে। আমার পছন্দকে মর্যাদা দেয়ার প্রতিশ্রæতি ছিলো। কোরবানি দেয়ার জন্য আমরা যতোবার গরু কিনেছিলাম, তার মধ্যে আমার পছন্দের গরুটাই ছিলো সবচেয়ে খারাপ। এরপর থেকে আমি আর গরু কেনার মধ্যে যাই না। আমি সবসময়ই ঈদ গ্রামের বাড়িতে করি। কুষ্টিয়ায় আমার বাড়ি, সেখানেই পরিবারের সবাই থাকেন। আমি একাই শুধু ঢাকায় থাকি। দেশে থাকলে অবশ্যই ঈদ বাড়িতে করি। পরিচিতি : সাবেক অধিনায়ক, বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল। মতামত গ্রহণ : তানভীন ফাহাদ