ইসমাঈল ইমু : সেনাবাহিনী প্রধান জেনারেল আজিজ আহমেদ চারদিনের সরকারি সফরে আগামীকাল রোববার ভোরে ইন্দোনেশিয়ার উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করবেন।
আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) এ তথ্য জানিয়েছে। সফরকালে তিনি ইন্দোনেশিয়ার সশস্ত্র বাহিনীর কমান্ডার-ইন-চীফ এবং সেনাবাহিনী প্রধানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন। এছাড়াও তিনি ইন্দোনেশিয়ার বেশকিছু সামরিক ও বেসামরিক স্থাপনা পরিদর্শন করবেন। সফর শেষে আগামী ২৩ আগস্ট সেনাপ্রধানের দেশে ফেরার কথা রয়েছে। সম্পাদনা : আবদুল অদুদ