জিয়া উদ্দিন : বরগুনার এ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সেগুলোতে চিকিৎসক না থাকায় পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতাল ও বরিশাল শের-এ-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে গিয়ে চিকিৎসা নিতে হচ্ছে রোগীদের। বিশেষ করে বৃদ্ধ, গর্ভবতী মহিলা ও শিশু রোগীদের নিয়ে অভিভাবকরা বেশী সমস্যায় পড়ছেন।
আমতলী হাসপাতাল সূত্রে জানাগেছে, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসকের ২১টি পদের বিপরীতে চিকিৎসক আছেন মাত্র ৪ জন। এরা হলেন উপজেলা স্বাস্থ্য প্রশাসক ডা. শংকর প্রশাদ অধিকারী, মেডিকেল অফিসার ডা. মো. শাহাদাৎ হোসেন,
আমতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য প্রশাসক ডা. শংকর প্রশাদ অধিকারী বলেন, পর্যাপ্ত চিকিৎসক না থাকায় আমরা রোগীদের সেবা দিতে হিমশিম খাচ্ছি।
চিকিৎসক সঙ্কটের বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে জানিয়েছি। সম্পাদনা : জহুরুল হক