এএইচ রাফি : পুলিশ জানায়, গত বুধবার রাতে আখাউড়া রেলওয়ে থানার নিকটস্থ রেলওয়ে শ্রমিকলীগ অফিসে জুয়াবিরোধী অভিযান পরিচালনা করে পুলিশ। এ সময় নগদ ২৪ হাজার ৪১০টাকা ও জুয়া খেলার সামগ্রীসহ ১৬ জুয়ারীকে আটক করেছে পুলিশ। আটককৃতদের মধ্যে রয়েছে রেলওয়ের কর্মচারী, শ্রমিক নেতা ও স্থানীয় কয়েকজন। পুলিশ বলছে তাদেরকে জুয়া খেলার সময় হাতেনাতে আটক করেছে।
আটকরা হলেন-আব্দুর রহমান (৪০), রইছ মিয়া (৪০), শেখ কাজল (৩৫), মো. হুমায়ুন কবির (৩২), নিরমল দাস (৩২) শাহ আলম (৫০), কালু মিয়া (৫০), রফিকুল ইসলাম (৫৫), সজিব দাস (৩০), কাউছার মিয়া (৫০), নজরুল ইসলাম (৫৯), জাহাঙ্গীর খলিফা (৫০), খলিলুর রহমান (৫১), আইয়ুব মিয়া (৫৫), হোসেন খলিফা (৫০), অরুন চন্দ্র দাস (৪২)।
আখাউড়া থানার পরিদর্শক আরিফুল আমিন জানান, জুয়া বিরোধী পুলিশের বিশেষ অভিযান চলছে। আটক জুয়ারীদের বিরুদ্ধে নিয়মিত মামলায় ব্রাহ্মণবাড়িয়া আদালতে পাঠানো হবে। সম্পাদনা : টিএম হুদা ও স্বপন আহমেদ, ওমর ফারুক