বাবুল মিনা : ঝালকাঠির ভীমরুলি গ্রামের পেয়ারা বাগান এবং ভাসমান হাট-বাজার পরির্দশন শেষে গতকাল সকালে সার্কিট হাউজে সাংবাদিকদের কাছে অনুভূতি ব্যক্তকালে এ কথা বলেন ভারতীয় হাইকমিশনার রীভা গাঙ্গুলী দাস। গতকাল রোববার সকাল ৮টায় তিনি বরিশাল থেকে ঝালকাঠি সদর উপজেলার ভীমরুলি গ্রামে পরিদর্শনে যান। সেখানে জেলা প্রশাসক মো. জোহর আলী এবং পুলিশ সুপার ফাতিহা ইয়াসমিন তাকে ফুলেল শুভেচ্ছা জানান। রীভা গাঙ্গুলী দাস প্রথমে ভীমরুলি গ্রামের সার্বজনিন মন্দির ঘুরে দেখেন। এসময় গ্রামবাসী তাকে ঊলুধ্বণী আর শাঁখ বাঁজিয়ে বরণ করেন। এরপর নৌকায় চড়ে ভীমরুলি খালের ২ কিলোমিটার এলাকা, আশপাশের পেয়ারা অরণ্য আর ভাসমান হাট-বাজার ঘুরে দেখেন। পেয়ারা অঞ্চল পরিদর্শন শেষে সকাল ১০টায় ঝালকাঠি সার্কিট হাউজে ভারতের রাষ্ট্রদূত গার্ড অব অনার গ্রহণ শেষে বরিশালের উদ্দেশ্যে যাত্রা করেন। সম্পাদনা : মুরাদ হাসান, ওমর ফারুক