মামুন আহম্মেদ : রাজধানীর গুলশানের হলি আর্টিজানে জঙ্গি হামলা মামলায় তদন্ত কর্মকর্তা কাউন্টার টেররিজম বিভাগের পরিদর্শক হুমায়ূন কবির ট্রাইব্যুনালে সাক্ষ্য দিয়েছেন।
গতকাল বৃহস্পতিবার ঢাকার সন্ত্রাসবিরোধী বিশেষ ট্রাইব্যুনালের বিচারক মো. মজিবুর রহমানের আদালতে তিনি জবানবন্দি দেয়া শুরু করেন। কিন্তু এদিন তা শেষ না হওয়ায় আদালত আগামী ২১ অক্টোবর অবশিষ্ট জবানবন্দি এবং জেরার তারিখ ধার্য করেন। এ নিয়ে মামলাটিতে চার্জশিটভূক্ত ২১১ জন সাক্ষীর মধ্যে ১১৩ জনের সাক্ষ্য গ্রহণ হয়েছে।
সাক্ষ্য গ্রহণকালে কারাগারে থাকা ৮ আসামিকে আদালতে হাজির করা হয়। সম্পাদনা : ওমর ফারুক