জয়পুরহাট প্রতিনিধি : কালাই উপজেলার উলিপুর গ্রাম থেকে বুধবার রাতে থেকে তাদের আটক করা হয়। আটকরা হলেন- উলিপুর গ্রামের মৃত আবু সাইদের ছেলে খাজা মইনুদ্দিন ও খাজা মইনুদ্দিনের স্ত্রী মোছা. নাজমা বেগম।
কালাই থানার ওসি আব্দুল লতিফ খান বলেন, এক বছর আগে খাজা মইনুদ্দিন তার স্ত্রী নাজমাকে কিডনি বিক্রি করতে প্ররোচনা দিলে তিনি নিজ ইচ্ছায় তার একটি কিডনি বিক্রি করেন। খবর পেয়ে পুলিশ তাদের আটক করে। পরীক্ষা-নিরীক্ষায় ঘটনার সত্যতা পাওয়া গেলে তারা কিডনি বিক্রির কথা স্বীকার করেন। অবৈধভাবে কিডনি বিক্রির জন্য তাদের বিরুদ্ধে প্রচলিত আইনে মামলা করা হয়েছে। সম্পাদনা : মুরাদ হাসান