আসিফুজ্জামান পৃথিল : সারা বিশ^জুড়েই সাংবাদিকদের প্রশ্নবানের সামনে বিপদে পড়তে দেখা যায় অনেক রাজনীতিবীদকে। কিন্তু চিলির এক স্থানীয় মেয়র বিষয়টিকে অন্য পর্যায়ে নিয়ে গেলেন। সাংবাদিকদের প্রশ্নের জবাব দিতে না পেরে সাক্ষাৎকার মাঝখানে রেখেই দৌঁড়ে পালিয়ে গেছেন! সিএনএন
সান্টিয়াগো ডে চিলির মেয়র এভলিন মাথেইকে রাস্তায় আটকে প্রশ্ন করছিলেন সাংবাদিকরা। এর উত্তরও দিচ্ছিলেন তিনি। হঠাৎ করে তিনি উত্তর আর না দিয়ে দৌঁড় দেন। চিলিতে গত এক মাস ধরে বড় ধরণের বিক্ষোভ চলছে। এই বিক্ষোভ সামলানো নিয়ে সরকারের সমালোচনা করছিলেন এভেলিন। কিছুদিন আগে প্রেসিডেন্ট পিনেরা এভলিনকে নিজ মন্ত্রিসভায় যোগদানের প্রস্তাব দিলে তিনি তা প্রত্যঅখান করেন। এ বিষয়ে তাকে প্রশ্ন করছিলেন সাংবাদিকরা। এসময় তিনি দৌঁড় দিয়ে পালানোর চেষ্টা করেন। সাংবাদিকরাও তাকে ধাওয়া করতে করতে প্রায় ধরেই ফেলেন। কিন্তু একপর্যায়ে এসে পালাতে সক্ষম হন তিনি। সম্পাদনা : ইকবাল খান