আনিস তপন : ঘূর্ণিঝড় বুলবুলের সময় ভাসানচরে অবস্থান করা মানুষের কোন ক্ষয়ক্ষতি হয়নি। প্রমাণিত হয়েছে নোয়াখালীর ভাসানচর বসবাসের যোগ্য, বলে মন্তব্য করেছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মো. শাহ কামাল।
গতকাল রোববার দুপুরে সচিবালয়ে মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে ঘূর্ণিঝড় বুলবুলের ক্ষয়ক্ষতি বিষয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ মন্তব্য করেন।
শাহ কামাল সাংবাদিকদের বলেন, ঘূর্ণিঝড় বুলবুল আঘাত হানতে পারে এমন আগাম সংবাদের পরও ভাসানচরে প্রায় দেড়শ জেলে, অর্ধশত কর্মচারী ও শতাধিক নৌবাহিনীর সদস্যের অবস্থান করে প্রমাণ করেছে, যে ভাসানচর বসবাসের যোগ্য। তাদের কোন ক্ষয়ক্ষতি হয়নি। ভাসানচর রোহিঙ্গাদের জন্য নিরাপদ এবং বসবাস যোগ্য। সম্পাদনা : রেজাউল আহসান