মঈন উদ্দীন : শনিবার রাতে জেলার হড়গ্রাম ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের কার্যালয়ে এ অভিযান চালানো হয়। রাজশাহী মহানগর পুলিশের (আরএমপি) কাশিয়াডাঙ্গা থানা পুলিশ এ অভিযান চালায়। রোববার সকালে আদালতের মাধ্যমে তাদেরকে কারাগারে পাঠানো হয়েছে। আটকরা হলেন- মতিউর রহমান (৫৩), হারান চন্দ্র দাস (৪২), হাসান আলী (৩৫), জামাল উদ্দিন (৪৮), ইউসুফ আলী (৫০), আমজাদ হোসেন (৪০) ও রাজু হোসেন (৩৪)। তাদের মধ্যে হারান হড়গ্রাম ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সম্পাদক আর মতিউর ওয়ার্ড কৃষক লীগের সভাপতি।
কাশিয়াডাঙ্গা থানার ওসি মনসুর আলী বলেন, ‘হড়গ্রাম ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের কার্যালয়ে জুয়ার আসর বসে এমন তথ্যের ভিত্তিতে অভিযান চালানো হয়।’ সম্পাদনা : মুরাদ হাসান ও জিয়ারুল হক