আসিফুজ্জামান পৃথিল : এক ব্যক্তি ক্ষয়কারী রাসায়নিক ক্যান দিয়ে এই হামলা চালায়। দেশটির রাষ্টীয় গণমাধ্যম মঙ্গলবার এই খবর নিশ্চিত করেছে। সিনহুয়া জানায়, ২৩ বছর বয়সী এক ব্যক্তি ইউনান প্রদেশের কাইউয়ান শহরের একটি স্কুলের পাইপ বেয়ে উপরে উঠে। এবং ছাত্র ও শিক্ষক ভর্তি ক্লাসে কস্টিক সোডা ভর্তি ক্যান থেকে রাসায়নিক স্প্রে করে। সিএনএন
আহত ২ জনের অবস্থা আশঙ্কাজনক। বাকিদের জীবন আশঙ্কামুক্ত। এই হামলার একঘন্টা পরেই সন্দেহভাজন হামলাকারীকে আটক করা হয়। পুলিশ জানিয়েছে, সমাজের প্রতি প্রতিশোধ নিতেই সে ব্যক্তি হামলাটি চালিয়েছে। সোডিয়াম হাইড্রোক্সাইড বা কস্টিক সোডা বেশ পরিচিত ও সহজলভ্য রাসায়নিক। সাবান, কাগজ, রঙ সহ বিভিন্ন পন্য তৈরিতে এই রাসায়নিক ব্যবহৃত হয়। তাই এটি সংগ্রহ করা খুবই সহজ। যুক্তরাষ্ট্রের ডিপার্টমেন্ট অব ডিজিস কন্ট্রোল অ্যান্ড প্রিভেনশনের মতো, খোলা জায়গায় কস্টিক সোডার সংস্পর্শ চোখ ও ত্বকে জ¦লুনি ও চুলকানি তৈরী করতে পারে। এমনকি অস্থায়ী টাকেরও সৃষ্টি হকে পারে।
চীনা স্কুলে এ ধরণের হামলার ঘটনা এটিই প্রথম নয়। ২০১৮ সালের অক্টোবরে এক নারী একটি ছুরি নিয়ে হামলা করে ১৩ জন কিন্ডারগার্ডেন শিক্ষার্থীকে আহত করে। ২১৮ সালে আরেকটি হামলায় মাধ্যমিক বিদ্যালয়ের ৯ শিক্ষার্থী নিহত হয়। সম্পাদনা : ইকবাল খান