ইসমাঈল ইমু : বুধবার যশোর সেনানিবাসস্থ ৫৫ পদাতিক ডিভিশনের সিগন্যাল টেনিং সেন্টার এন্ড স্কুলের প্যারেড গ্রাউন্ডে কালার প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সেনাপ্রধান জেনারেল আজিজ আহমেদ।
গৌরবোজ্জ্বল ঐতিহ্যের ধারক ও বাহক ইউনিট কর্তৃক সেনাবাহিনী তথা দেশমাতৃকার সেবায় বিশেষ অবদানের জন্য রেজিমেন্টাল কালার প্রদানের সিদ্ধান্ত গৃহীত হয়।
এ প্রেক্ষিতে সেনাবাহিনীর ৮ ফিল্ড রেজিমেন্ট আর্টিলারি, ১২ ফিল্ড রেজিমেন্ট আর্টিলারি, ৩৬ এডি রেজিমেন্ট আর্টিলারি, ৩ ইঞ্জিনিয়ার ব্যাটালিয়ন এবং ১ সিগন্যাল ব্যাটালিয়ন আজকের কালার প্যারেডে অংশগ্রহণ করে এবং প্রধান অতিথির নিকট থেকে আনুষ্ঠানিকভাবে রেজিমেন্টাল পতাকা গ্রহণ করে।
সেনাবাহিনীর সামরিক ঐতিহ্য অনুযায়ী যে কোন ইউনিটের জন্য রেজিমেন্টাল কালার প্রাপ্তি অত্যন্ত গৌরবের বিষয়। অনুষ্ঠানে প্রাক্তন সেনাপ্রধানসহ কোর অব আর্টিলারি, ইঞ্জিনিয়ার্স ও সিগন্যালস এ চাকরিরত এবং অবসরপ্রাপ্ত উর্ধ্বতন সেনাকর্মকর্তা, সেনাসদর ও বিভিন্ন ফরমেশনের উর্র্ধ্বতন সেনাকর্মকর্তা এবং অসামরিক প্রশাসনের আমন্ত্রিত উচ্চপদস্থ কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন। সম্পাদনা : ভিক্টর কে. রোজারিও