মাসুদ আলম : রাজধানীর তেজগাঁও থানায় কণ্ঠশিল্পী আসিফ আকবরের বিরুদ্ধে করা মামলায় চার্জশিট দিয়েছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)। গতকাল বুধবার ঢাকা মহানগর হাকিম আদালতে এ চার্জশিট জমা দেন তদন্তকারী কর্মকর্তা সিআইডি পুলিশের এসআই জামাল।
চলতি বছরের ২৩ জুলাই সিআইডি পুলিশের সাইবার তদন্ত শাখার এসআই প্রশান্ত কুমার সিকদারের বিরুদ্ধে তেজগাঁও থানায় এ মামলাটি করেন।
সিআইডি জানান, ২০১৮ সালের ৬ জুন তেজগাঁও থানার তথ্য ও যোগাযোগ প্রযুক্তি আইনের একটি মামলায় কণ্ঠশিল্পী আসিফ আকবরকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারের সময় আসিফ আকবরের অফিস কক্ষে চার বোতল অবৈধ বিদেশি মদ পাওয়া যায়। মদ পাওয়ার পর তা পরীক্ষা-নিরীক্ষার জন্য মাদকদ্রব্য অধিদফতরে পাঠানো হয়। লাইসেন্স ব্যতিত বিদেশি মদ নিজের দখলে রাখায় তার বিরুদ্ধে ২০১৯ সালের ২৩ জুলাই তেজগাঁও থানায় একটি মামলা করা হয়। সম্পাদনা : ওমর ফারুক