ইমরুল শাহেদ : ‘পাসওয়ার্ড’ ছবির ব্যাপক সাফল্যের পর পরিচালক মালেক আফসারি বেশ ফুরফুরে মেজাজেই ছিলেন। তিনি এখনো তাই আছেন। কিন্তু ‘পাসওয়ার্ড টু’য়ের কাজ যেখানে অতি দ্রæত শুরু হওয়ার কথা ছিলো, সেটা আর হয়নি। ছবিটির কাজ পিছিয়ে গেছে। জানা গেছে, কাজী হায়াতের ‘বীর’ ছবিটি মুক্তি দেয়ার পর মালেক আফসারির ছবিটির কাজ শুরু হতে পারে। অথচ ‘পাসওয়ার্ডে’র সাফল্যের পর বেশ ঘটা করেই শাকিব খান চারটি ছবির নাম ঘোষণা করে পরিচালকদের চুক্তিবদ্ধ করেছেন। এখন শোনা যাচ্ছে, ইফতেখার চৌধুরীর পরিচালনায় ‘লন্ডন’ নামে একটি ছবির কাজ শুরু হবে। সে ছবিটির শুটিং হবে দুবাই ও লন্ডনে। এর মানে ‘বীর’ ছবির পর লন্ডন ছবির কাজ শুরু হয়ে যাবে। তাহলে ‘পাসওয়ার্ড টু’ ছবির কাজ আরও পিছিয়ে যাবে। এ সময়ে মালেক আফসারি কী করবেন? তিনি জানিয়েছেন, শিগগিরই ওয়েব সিরিজের কাজ শুরু করবেন। এজন্য বেশ কয়েকজনকে গল্প লেখার দায়িত্ব দিয়েছেন। প্রতিটি ছবির দৈর্ঘ্য হবে ত্রিশ মিনিট। ইতোমধ্যে আরও গল্পকারের জন্য তিনি সামাজিক যোগাযোগ মাধ্যমে স্ট্যাটাস দিয়েছেন। তিনি বলেন, ‘আমি অহেতুক সময় অপচয় করতে রাজি নই। যদি কাজ না করে ঘরে বসে থাকি, তাহলে খুব শিগগিরই অসুস্থ হয়ে পড়বো।’ তিনি বলেন, ‘আমার একজন কাছের মানুষের ইউটিউব চ্যানেল আছে। তারা সেই চ্যানেলটির জন্য সিরিজ বানিয়ে দিতে আমাকে খুব ধরেছে। ছবির দেরি হবে দেখে আমি সঙ্গে সঙ্গে রাজি হয়ে গেছি। ভাবলাম বসে না থেকে কাজ করতে থাকি।’ মালেক আফসারি বলেন, ‘আমি দর্শকের কাছ থেকে বিচ্ছিন্ন থাকতে চাই না। কারণ দর্শক যদি একজন পরিচালকের কাছ থেকে যদি একবার ভালো কিছু পায় তাহলে তারা সংশ্লিষ্টের কাছ থেকে আরও ভালো জিনিস পেতে চায়। আমি সেই ধারা অব্যাহত রাখতে চাই।’ তিনি বলেন, ‘গল্পগুলোর জন্য পাত্র-পাত্রীও ঠিক করে ফেলেছি। আগামী কয়েক দিনের মধ্যেই শুটিং শুরু করবো।’