মন্দির নির্মানে ৫১ হাজার রুপি দান করলেন শিয়া ওয়াকফ বোর্ডের চেয়ারম্যান
আসিফুজ্জামান পৃথিল : অযোধ্যায় রাম মন্দির নির্মানে এ অর্থ দেয়ার ঘোষণা দিয়েছেন ওয়াসিম রিজমি। তিনি জানান, শিয়া ওয়াকফ বোর্ড এই মন্দির নির্মানের পক্ষে। তার মতে দশকব্যাপী চলা এই পুরাতন ইস্যু সমাধানে এর চেয়ে ভালো রায় হতে পারতো না বলেও মত দেন তিনি। এনডিটিভি
রিজভি বলেন, ‘রাম জন্মস্থানে একটি মহান মন্দির নির্মানের প্রস্তুতি চলছে। যেহেতে লর্ড রাম আমাদের সবার পূর্বপুরুষ, তিনি মুসলিমদেরও পূর্বপুরুষ। এজন্য আমি ওয়াসিম রিজমি ফিল্মস এর তরফে ৫১ হাজার রুপি দান করছি। এই অর্থ ব্যবহার হবে রাম জম্মস্থান মন্দির নির্মাণে।’ তিনি জানান, মন্দির নির্মান শুরু হলেই শিয়া ওয়াকফ বোর্ড তাতে সব রকমের সহয়িতা করবে। তিনি বলেন, অযোধ্য প্রতিটি রামভক্তের জন্য গর্বের জায়গা। তিনিও নিজেকে রামভক্ত বলে দাবি করেন। সম্পাদনা : ইকবাল খান