রাশিদ রিয়াজ : দীর্ঘদিন ধরেই রওলা ডেপুটি এডিটরের দায়িত্ব পালন করে আসছিলেন। তার যোগ্যতা ও বিচক্ষণতা এবং কাজের প্রতি নিষ্ঠা, অভিজ্ঞতা ও সততাই ব্রিটিশ পত্রিকাটিকে নেতৃত্ব দেয়ার মত গুরুদায়িত্ব নিতে সাহায্য করেছে। এর আগে ১৪ বছর পত্রিকাটির সম্পাদকের দায়িত্ব পালন শেষে লিওনেল বারবার পদত্যাগ করেন। পুরোদমে ৩৪ বছর ফিনান্সিয়াল টাইমস’এর সাথে কাজ করার পর অবশ্য লিওনেল মঙ্গলবার জানিয়ে দেন, তার পক্ষে আর কাজ করা সম্ভব নয়। ২০০৫ সালে লিওনেল সম্পাদকের গুরু দায়িত্ব কাঁধে তুলে নেন। টুইটারে তিনি নিজেই বলেন, সাংবাদিকতায় এটা খুব বিরল সুযোগ ও আনন্দদায়ক কাজ ছিল এটি। সর্বশেষ লিওনেল ফিনান্সিয়াল টাইমস’এর ডিজিটাল গ্রাহকদের জন্যে একটি ভিত্তি তৈরির কাজ করছিলেন যার ফলে পত্রিকাটির এধরনের গ্রাহক সংখ্যা ১০ লাখ ছাড়িয়ে যায়। সাংবাদিকতার শুরুতে লিওনেল ওয়াশিংটন সংবাদদাতা ও তারপর ব্রাসেলসে পত্রিকাটির ব্যুরো চিফ ছিলেন। টেলিগ্রাফ।
এদিকে রওলা খালাফ ২০১৬ সালে ডেপুটি এডিটর হিসেবে দায়িত্ব পালন শুরু করেন। তিনি গত ২৪ বছর ধরে পত্রিকাটিতে কাজ করছেন। শুরুতে আফ্রিকার সংবাদদাতা হিসেবে কাজ শুরু করেন রওলা। আরব বসন্তের সময় তার প্রতিবেদন বেশ সাড়া জাগায়। এক বিবৃতিতে রওলা খালাফ বলেন, লিওনেলের অসাধারণ অর্জনকে ধরে রেখে আমি সামনের দিকে এগিয়ে যাব। সম্পাদনা : ইকবাল খান