সাইফুর রহমান : ভারতে নিযুক্ত বাংলাদেশি হাইকমিশনার সৈয়দ মোয়াজ্জেম আলী সংবাদ মাধ্যমকে এই তথ্য জানিয়েছেন। একই তথ্য জানিয়ে মুজিববর্ষ আয়োজক কমিটির প্রধান কামাল আব্দুল নাসের জানান, ‘কলকাতায় অনুষ্ঠিতব্য ২০২০ সালের বইমেলায় বঙ্গবন্ধু এবং মুক্তিযুদ্ধ নিয়ে যৌথভাবে বই প্রকাশিত হবে। এছাড়াও আয়োজন করা হবে সেমিনার, সংবাদ সম্মেলন এবং তৈরি হবে যৌথ প্রামাণ্যচিত্র। পাশাপাশি ১৯৭১ সালে মুক্তিযুদ্ধকালীন দায়িত্ব পালন করা ভারতীয় সাংবাদিকদের তাদের অভিজ্ঞতা বিনিময়ের জন্য আমন্ত্রণ জানানো হবে।’ দি হিন্দু
২০২০ সালের ১৭ মার্চ জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম শতবার্ষিকী। ১৯২০ সালের এই দিনে তিনি জন্মগ্রহণ করেন। এ উপলক্ষে বছরব্যাপী বিভিন্ন কর্মসূচি ঘোষণা করে বছরটিকে ‘মুজিববর্ষ’ হিসেবে আখ্যায়িত করেছে বাংলাদেশ সরকার। ঢাকার পাশাপাশি ভারতের দিল্লি, কলকাতা, আগরতলায়ও অনুষ্ঠান অয়োজন করা হবে। এছাড়া, লন্ডন, নিউ ইয়র্ক, টোকিও এবং মস্কোতেও পৃথক অনুষ্ঠানের আয়োজন করা হবে। এসব অনুষ্ঠানে বাংলাদেশের বিশিষ্টজনদের পাশাপাশি অংশ নেবেন বিদেশি অতিথিরাও। সম্পাদনা : আসিফুজ্জামান পৃথিল