কুষ্টিয়া প্রতিনিধি : কুষ্টিয়ার দৌলতপুরে ঘরে ঢুকে মা ও ছেলেকে শ্বাসরোধে হত্যা করেছে অজ্ঞাত পরিচয় দুর্বৃত্তরা। গত রোববার দিবাগত রাতের কোনো এক সময় উপজেলার রিফায়েতপুর ইউনিয়নের সোনাইকান্দি গ্রামে এ ঘটনা ঘটে। গতকাল সোমবার সকালে আলাদা আলাদা কক্ষ থেকে তাদের মৃতদেহ উদ্ধার করে পুলিশ। নিহত ছানোয়ারা খাতুন পার্শ্ববর্তী জর্দারপাড়া গ্রামের আব্দুল খালেকের মেয়ে। স্থানীয় ইউপি চেয়ারম্যান জামিরুল ইসলাম বাবু জানান, স্বামী পরিত্যক্ত ছানোয়ারা খাতুন (৪৯) ও তার ছেলে রাজকে (৯) রোববার দিবাগত রাতে নিজ নিজ কক্ষে কে বা করা শ্বাসরোধ করে হত্যা শেষে ফেলে রেখে যায়। সকালে স্থানীয়রা তাদের মরদেহ ঘরে পড়ে থাকতে দেখে থানায় জানায়। তবে কারা এ হত্যাকা- ঘটিয়েছে তা এখনও জানা যায়নি। দৌলতপুর থানার ওসি এস এম আরিফুর রহমান জানান, ঘটনার কারণ জানতে অনুসন্ধান চলছে। সম্পাদনা : মুরাদ হাসান, ওমর ফারুক