দোস্ত মোহাম্মদ : চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) পুর্ব ঘটনার জের ধরে শাখা ছাত্রলীগের দুই গ্রুপের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে উভয়পক্ষের ৭ জন আহত হয়েছেন। শুক্রবার রাত সাড়ে ১১ টার দিকে বিশ্ববিদ্যালয়ের শহীদ আব্দুর রব হল থেকে সংঘর্ষের সূত্রপাত হয়। পরবর্তীতে উভয় পক্ষ রামদা, রড এবং লাঠিসোঠা নিয়ে সোহরাওয়ার্দী হল মোড় ও শাহআমানত হলের সামনে অবস্থান নেয়। বর্তমানে বিশ্ববিদ্যালয়ে পরিস্থিতি থমথমে বিরাজ করছে।
বিবাদমান গ্রুপ দুইটি হলো শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল অনুসারী শাখা ছাত্রলীগের সভাপতি রেজাউল হক রুবেলের চুজ ফ্রেন্ডস উইথ কেয়ার (সিএফসি) গ্রুপ ও চসিকের বর্তমান মেয়র আ জ ম নাসির উদ্দিনের অনুসারী সাবেক সাবেক উপ-দপ্তর সম্পাদক মিজানুর রহমান বিপুলের ভার্সিটি এক্সপ্রেস (ভিএক্স) গ্রুপ হিসেবে ক্যাম্পাসে পরিচিত।
চবি মেডিকেল সেন্টারের দায়িত্বরত চিকিৎসক ডা. উৎপল বলেন, আহতদের মধ্যে একজনের অবস্থা গুরুতর। তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসাপাতালে পাঠানো হয়েছে। আর বাকিদের এখানে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে। সম্পাদনা : খালিদ আহমেদ