ড. আসিফ নজরুল
অজয় স্যার ছিলেন একজন খাটি মানুষ, খাটি শিক্ষক। স্যারের মৃত্যুর পর বহু মানুষ তাদের শ্রদ্ধা আর ভালোবাসা জানিয়েছেন ফেসবুকে। গভীর কষ্ট নিয়ে জীবনের শেষ বছরগুলো তিনি কাটিয়েছেন। কষ্টটা তার সন্তানের হত্যার বিচার না হওয়ার। অনেকে লিখেছেন স্যারের এ কষ্টের কথা। কিন্তু কেন আওয়ামী লীগ সরকারের আমলে এ বিচারের কোনো অগ্রগতি হলো না- এনিয়ে কেউ কোনো ক্ষোভ প্রকাশ করেননি। ক্ষোভ এদেশে আমলভিত্তিক, সিলেকটিভ এবং ক্যালকুলেটিভ!