শেষ কবে হাতে লেখা চিঠি পেয়েছিলাম মনে নেই। ডাক বিভাগের চিঠি যে বাসায় আসে এখনো, ধারণাই ছিলো না। আর তাই ভোরসকালে হলুদ খামে ভরা মায়াময় চিঠিটা আমাকে চমকে দিলো। ফিরে গেলাম সেই দিনগুলোতে, যেখানে ফেসবুক, ইনবক্স নেই। সত্যি বলতে কি, এই প্রজন্ম হয়তো এই ভালোবাসার পাগলামিটা বুঝতেই পারবে না। আর আমাদের প্রজন্ম ভুলতে বসেছে সেইসব দিন। অন্তর্জালে আমরা আটকে গেছি। আমাদের ভালোবাসাও এখন আর কলমে না, আঙুলে বন্দি। ডাক বিভাগ, কলম, কাগজ এখনো আছে। হাতে লিখে চিঠি পোস্ট করুন ভালোবাসার মানুষকে। বিশ্বাস করুন, এই অনুভ‚তি পার্থিব নয়। বেশ কয়দিন ধরে মানসিক অবসাদে ছিলাম। কাশফিয়া ফিরোজ সব কাটিয়ে দিলো। ফেসবুক থেকে