বেনাপোল প্রতিনিধি : ২] মঙ্গলবার রাত ৯টায় পেট্রাপোল বন্দর থেকে ভারতীয় একটি হর্স অ্যাম্বুলেন্স ট্রাকে করে ঘোড়াগুলো বেনাপোল স্থলবন্দরে প্রবেশ করে।
৩] প্রজনন বৃদ্ধির জন্য এগুলো আমদানি করেছে পুলিশ বাহিনী।
৪] বেনাপোল কাস্টমসের একটি সূত্র জানায়, গতকাল ঘোড়াগুলো ঢাকা রাজারবাগ পুলিশ লাইনে পাঠানো হয়েছে।
৫] পশ্চিমবঙ্গের বারাসাত এলাকার বিধাতা সাপ্লাইয়ারস নামের একটি রপ্তানিকারক প্রতিষ্ঠান থেকে ঘোড়াগুলো আমদানি করে ঢাকার মহাসিন ব্রাদার্স নামের একটি প্রতিষ্ঠান। ঘোড়াগুলো ভারতের দিল্লির গুরগাও হরিয়ানা থেকে আনা হয়েছে। সম্পাদনা : মুরাদ হাসান , খালিদ আহমে