শরীফ শাওন : [২] পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী শাহাব উদ্দিন জানালেন, মার্কিন এই বেসামরিক সাহায্য প্রদানকারী সংস্থা ইউএস-এআইডি’র বাংলাদেশ মিশন ডিরেক্টও ডেরিক ব্রাউনের সাথে বন ব্যবস্থাপনা, বন্যপ্রাণী চোরাচালন রোধ, দূষণ নিয়ন্ত্রণ, পরিবেশ ডাটাবেজ প্রতিষ্ঠা ও স্যাটেলাইট মনিটরিংসহ বিভিন্ন কর্মসূচিতে সহযোগিতা চেয়ে আলোচনা হয়।
[৩] এ বিষয়ে ডেরিক ব্রাউন বলেন, কর্মকর্তাদের সক্ষমতা ও দক্ষতা বৃদ্ধি, বাংলাদেশের উত্তর পূর্ব অঞ্চল, চট্টগ্রাম পার্বত্য এলাকা, টেকনাফ ও সুন্দরবন এলাকার প্রতিবেশ ও জীববৈচিত্র সংরক্ষণেও কাজ করা হবে। এ বিষয়ে ইউএস ডিপার্টমেন্ট অফ এগ্রিকালচার/ফরেস্ট সার্ভিস এবং ইউএস-এআইডি’র সাথে বাংলাদেশের একটি সমঝোতা স্মারক স্বাক্ষরের কাজ চলছে।
[৪] ডেরিক আরও বলেন, সকল দূষণ ও জলবায়ু পরিবর্তন মোকাবেলায় সরকার আন্তরিকভাবে কাজ করছেন। ইউএস-এইস এর সহযোগিতায় তা ত্বরান্বিত করা হবে।
[৫] ২৭ ফেব্রুয়ারি পরিবেশমন্ত্রী শাহাব উদ্দিন এবং ইউএস-এআইডির ডেরিক ব্রাউনের মধ্যে দ্বিপাক্ষিক সভায় এ আগ্রহের কথা জানান। সম্পাদনা : সমর চক্রবর্তী