রাজীব রায়হান : [২] নোবেলজয়ী এ অর্থনীতিবিদ মন্তব্য করেন, মহাপ্লাবন আসছে, প্রায় দ্বারপ্রান্তে। আমরা বরং দেরি করে ফেলছি, আর দেরি করার সুযোগ নেই। কালের কণ্ঠ।
[৩] তিনি বলেন, মহাপ্লাবনের জোয়ার ঠেকাতে হলে সবচাইতে গুরুত্বপূর্ণ কাজ হচ্ছে পরীক্ষা, পরীক্ষা, পরীক্ষা। যতজনকে পরীক্ষা করার সামর্থ্য আমাদের আছে ততজনকে পরীক্ষা। বিশ্বস্বাস্থ্য সংস্থা ঠিক এ কথাই বারবার আমাদের বলে যাচ্ছে। পরীক্ষা করো, চিহ্নিত করো, আলাদা করো। বার্তা২৪
[৪] ড. ইউনুস বলেন, এটা সোজা হিসাব। আক্রমণ থেকে বাঁচতে হলে এক্ষেত্রে আক্রান্ত ব্যক্তিকে সকলের কাছ থেকে দূরে রাখতে পারি, অথবা আমরা সবাই তার ধরাছোঁয়ার বাইরে থাকতে পারি। মানবজমিন
[৫] তিনি আরও বলেন, যদি আক্রান্তদের চিহ্নিত করার যন্ত্রপাতির অভাব থাকে, তাহলে যেটুকু সামর্থ্য আছে তা দিয়ে শুরু করতে পারি। মানবজমিন
[৬] ড. ইউনুস বলেন, প্রস্তুতি নিতে হবে, এবং সেটা চরম দুর্যোগকে কল্পনা করে নিতে হবে। কোনো পর্যায়ে যেন আমাদেরকে অপ্রস্তুত হতে না হয়। সম্পাদনা : ইকবাল খান