রাশিদ রিয়াজ : [২] সৌদি প্রিন্সেস বাসমাহ বিনতে সৌদ নারী স্বাধীনতা নিয়ে সরব ছিলেন। এটাই তার কাল হয়ে দাঁড়ায়। এক বছর ধরে নিখোঁজের পর জানা যায় বিন সালমান তাকে অপহরণ করেছেন। এবিসি।
[৩] প্রিন্সেস বাসমাহকে রাখা হয়েছে সৌদির আল-হায়ার কারাগারে। রাজনৈতিক সংস্কারও দাবি করেছিলেন বাসমাহ। গত বছর ২৮ ফেব্রুয়ারি জেদ্দায় প্রিন্সেস বাসমাহকে তার বাসা থেকে ৮ জনের এক অজ্ঞাতপরিচয়ের দল তুলে নিয়ে যায়। মিডিল ইস্ট মনিটর।
[৪] প্রিন্সেস বাসমাহর পরিবার জানে না কবে তিনি মুক্তি পাবেন।
[৫] ২০১৬ সালে প্রিন্সেস বাসমাহ সৌদি আরবে ফিরে আসেন।
[৭] প্রিন্সেস বাসমাহ তার পিতার প্রচুর জমির মালিকানা ও সুইস ব্যাংকের একাউন্টের ২ বিলিয়ন ডলার ফিরে চান।
[৮] পিতার স্থাবর ও অস্থাবর সম্পদের মালিকানা দাবি থেকে বিরত থেকে সাধারণ নারী হিসেবে বাস করার অঙ্গীকার করলেই কেবল প্রিন্সেস বাসমাহ মুক্তি পেতে পারে বলে স্পেনের মিডিয়া এবিসি’র প্রতিবেদনে দাবি করা হয়েছে। সম্পাদনা : ইকবাল খান