তাপসী রাবেয়া: [২] আগামী ২৬ মার্চ বৃহস্পতিবার থেকে ৪ এপ্রিল শনিবার পর্যন্ত সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠান বন্ধের এ ঘোষণা দেন মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম।
[৩] তিনি জানান, করোনাভাইরাসের বিস্তৃতি ঠেকাতে সরকার এ সিদ্ধান্ত নিয়েছে।
[৪] সামাজিক দূরত্ব বজায় রাখতে সেনাবাহিনী দায়িত্ব পালন করলে গণমাধ্যমকর্মীদের চলাচলে কোনো বাধা আছে কিনা জানতে চাইলে তিনি বলেন, সংবাদকর্মীরা ইমার্জেন্সি সেবাভুক্ত হয়ে তাদের দায়িত্ব পালন করতে পারবেন।
[৫] এসময় সচিব আরো জানান, এটি আইনশৃংখলা বাহিনী ও সেনাবাহিনীর সদস্যদের নির্দেশনা দেয়া আছে জরুরী সেবাভুক্ত পেশার লোকজনকে সহযোগিতা করতে। সম্পাদনা : ইকবাল খান