ঘটনা সত্য হলে এটিই হবে করোনাকালের সবচেয়ে বড় খবর! বাংলাদেশের অনলাইন পোর্টালগুলোর সংবাদে জানা যাচ্ছে, করোনাভাইরাসের চিকিৎসায় দারুণ সাফল্যের এক খোঁজ পেয়ে গেছে বাংলাদেশ। দেশেরই একদল চিকিৎসক বিশ্বকে নতুন আশার আলো দেখাচ্ছেন। পুরনো দুটি ওষুধের সম্মিলিত ব্যবহারে কোভিড-১৯-এর চিকিৎসা করে দারুণ সফলতা মিলেছে। গবেষণার কাজটি করেছেন বাংলাদেশ মেডিকেল কলেজ হাসপাতালের বক্ষব্যাধি বিশেষজ্ঞ অধ্যাপক ডা. তারেক আলম ও তার একজন সহযোগী। তাদের ব্যবহৃত ওষুধে রোগী ৩ দিনে ৫০ শতাংশ এবং ৪ দিনে শতভাগ সেরে উঠবে। খবরটি যদি সত্যি হয়, এটি হবে বড় এক বিজয়। এটি হবে দেশের জন্যও বড় এক সম্মানের বিষয়। ডা. আলম জানিয়েছেন, তারা অ্যান্টিপ্রোটোজোয়াল মেডিসিন ইভারমেকটিনের সিঙ্গেল ডোজের সঙ্গে অ্যান্টিবায়োটিক ডক্সিসাইক্লিন প্রয়োগে করোনাভাইরাসে আক্রান্ত রোগীদের মাত্র ৩ দিনে ৫০ শতাংশ লক্ষণ কমে যাওয়া আর ৪ দিনে করোনাভাইরাস টেস্টের রেজাল্ট নেগেটিভ আসার বিস্ময়কর সাফল্য পেয়েছেন। এটি আমাদের কাছে রীতিমতো বিস্ময়কর লেগেছে। আরও আগে যদি আমরা ওষুধ নিয়ে কাজ করতাম, তবে এতোদিনে হয়তো অনেককে হারাতে হতো না। ডাক্তার আলম বলেন, ‘আমি নিশ্চিত করেই বলছি, এই ওষুধ দুটির সম্মিলিত ব্যবহারে করোনাভাইরাসের চিকিৎসায় ব্যবহৃত অন্য দুটি ওষুধ হাইড্রোক্সিক্লোরোকুইন ও রেমডিসিভিরের চেয়ে অনেক বেশি কার্যকর ফল পাওয়া যাবে। ইতোমধ্যে এই ওষুধ নিয়ে ভারতে গবেষণা শুরু হয়েছে। আমরা বাংলাদেশ মেডিকেল কলেজ হাসপাতালে ৬০ জন রোগীর উপর গবেষণা করেছি। তাতে আমরা এই সাফল্য পেয়েছি। আমাদের গবেষণার আওতায় ইতোমধ্যে অস্ট্রেলিয়ার মনাশ বিশ্ববিদ্যালয়ে এই ওষুধ দুটির সফল স্টাডি সম্পন্ন হয়েছে। ফেসবুক থেকে