সিরাজুল ইসলাম : [২] সরকারি বিধিনিষেধ উপেক্ষা করে কয়েকদিন ধরেই ঢাকা থেকে দক্ষিণের জেলামুখী মানুষের ঢল নামে মুন্সীগঞ্জের শিমুলিয়া ও মানিকগঞ্জের পাটুরিয়া ঘাটে। পরিস্থিতি সামাল দিতে সোমবার দুপুরে পূর্ব ঘোষণা ছাড়াই বন্ধ করে দেওয়া হয় ফেরি চলাচল। [৩] বিআইডব্লিউটিসির সহকারী মহাব্যবস্থাপক শফিকুল ইসলাম জানিয়েছিলেন, সোমবার বিকাল ৩টা থেকে বিআইডব্লিউটিসির চেয়ারম্যানের নির্দেশ ও প্রশাসনের সঙ্গে আলোচনা করে ফেরি চলাচল বন্ধ করে দেওয়া হয়। [৪] হাজারো মানুষের পাশপাশি সে সময় শিমুলিয়া ঘাটে দুপুরে অন্তত ২শ’ ট্রাক এবং প্রায় ৫০টি ছোট যান পারাপারের অপেক্ষায় ছিলো। আটকেপড়া যানগুলো গভীর রাতে পার করার পরিকল্পনা রয়েছে- এমন গুজব ছড়িয়ে পড়ে। [৫] কাঁঠালবাড়ি থেকে একটি রোরো ফেরি শিমুলিয়া ঘাটে নোঙর করতেই লোকজন ওঠে পড়ে। ট্রলার, লঞ্চ ও স্পিডবোট সবই বন্ধ। এরই মধ্যে আরও লোকজন ঘাটে এসে ভিড় করে। রাত ৯টার দিকে শিমুলিয়ার আরেক ঘাটে মাঝারি আকারের ফেরি ক্যামেলিয়া নোঙর করে। সেখানেও কয়েকশ মানুষ উঠে পড়ে। রাত ১২টায় দেখা যায়, দু’টি ফেরিই লোকারণ্য। সারারাত তারা ফেরিতেই গাঁদাগাঁদি করে ছিলো। ফেরি না ছাড়ায় পরে তারা নানা যানবাহনে ঢাকায় ফিরতে শুরু করে।