ইকবাল খান : [৩] পিটিআই জানায়, সেনাবাহিনী ইতোমধ্যে ৩৫০ সদস্য পাঠিয়েছে। তারা কলকাতা জেলা কর্তৃপক্ষকে আম্ফান পরবর্তী পরিস্থিতি মোকাবেলায় সহায়তা শুরু করেছে। সেনা সদস্যরা উত্তর ও দক্ষিণ চব্বিশ পরগনা জেলায় তৎপরতা শুরু করেছে। এনডিটিভি, আনন্দবাজার।
[৪] সেনা সহায়তার সঙ্গে সঙ্গে রেল ও বন্দর কর্তৃপক্ষের কাছ থেকেও সাহায্য চেয়েছে রাজ্য সরকার।
[৫] বেসরকারি সংস্থাগুলিকেও এগিয়ে আসার জন্য আহ্বান জানিয়েছে রাজ্য সরকার।
[৬] বিদ্যুৎ ও পানি সরবরাহ নিয়ে কলকাতা ও আশপাশের জেলার বেশ কয়েকটিস্থানে বিক্ষোভের পরেই রাজ্য সরকার সাহায্যের আবেদন জানালো।
[৭] প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি শুক্রবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং গভর্নর জগদীপ ধনখড়ের সঙ্গে আম্ফানে ক্ষতিগ্রস্থ অঞ্চল হেলিকপ্টারে পরিদর্শন করেন। পরিস্থিতির গুরুত্ব বিচার করে তিনি রাজ্যকে এক হাজার কোটি রুপি সহায়তার ঘোষণা করেন।
[৮] গতকাল সচিবালয় থেকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, নির্বাচনের সময় যতখুশি রাজনীতি করুন। কিন্তু এই বিপর্যয়ের সময় রাজনীতি করবেন না। তিনি আরও বলেছেন, মানুষকে উত্তেজিত করার চেষ্টা করবেন না। এটা রাজনীতি করার সময় নয়।