সমীরণ রায়: [২] এনামুল হক শামীম আরও বলেন, ঘূর্ণিঝড় আম্পানে সাতক্ষীরা, বাগেরহাটের সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত ৪টি এলাকায় শুক্রবার থেকেই সেনাবাহিনী কাজ শুরু করেছে। আগেই পানি উন্নয়ন বোর্ডের সংশ্লিষ্ট কর্মকর্তাদের ছুটি বাতিল করেছিলাম। এখনো তারা এলাকার জনপ্রতিনিধি ও জনগণের সাথে মিলে কাজ করছে। [৩] উপমন্ত্রী শামীম বলেন, প্রায় ১৬হাজার ৭ শ’ কি.মি. বাঁধ রয়েছে যার প্রায় ৬ হাজার কি.মি. বাঁধ উপকূলাঞ্চলে। [৪] তিনি বলেন, করোনা সঙ্কটের মধ্যেও আমরা ১৯ এপ্রিল থেকে প্রায় ১৫০০-১৭০০ শ্রমিক দিয়ে নড়িয়াতে প্রকল্প কর্মকান্ড চালু রেখেছি। বন্যা-বর্ষার হাত থেকে মানুষের নিরাপত্তার জন্য নড়িয়ার মতই সারাদেশে করোনা সঙ্কটের মধ্যেও পানি সম্পদ মন্ত্রণালয় নিজেদের জীবনের ঝুঁকি নিয়ে কাজ করে যাচ্ছে। [৫] গতকাল শরীয়তপুরের নড়িয়ার নদীতীর সংরক্ষণ কাজের অগ্রগতি পরিদর্শনকালে তিনি এসব কথা বলেন। সম্পাদনা : ইকবাল খান