বিপ্লব বিশ্বাস : [২] পিরোজপুর পৌরসভার আওয়ামী লীগ নেতার কলেজ পড়ুয়া মেয়েকে বিয়ের আসর থেকে তুলে নেওয়ার চেষ্টা চালিয়েছে জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক অনিরুজ্জামান অনিক। পুলিশের উপস্থিতিতে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। এ ব্যাপারে পিরোজপুর সদর থানায় মেয়ের বাবা মামলার প্রস্তুতি নিচ্ছে। [৩] শুক্রবার বিকেলে পিরোজপুর শহরের শিক্ষা অফিস সড়কে এ ঘটনা ঘটে। এরআগে, ছাত্রলীগ কেন্দ্রীয় কমিটি থেকে বিভিন্ন অভিযোগের কারণে কড়া হুশিয়ারি দিয়ে লিখিত বক্তব্যের নির্দেশ দেওয়া হয়। [৪] প্রত্যক্ষদর্শীরা বলছেন, শুক্রবার আছর নামাজের পর ওই বাড়িতে বিয়ের অনুষ্ঠানের আয়োজন করা হয়। বিকেলে বর আসে। আক্দ অনুষ্ঠান শুরুর আগেই অনিকসহ কিছু যুবক বাড়িতে ঢুকে কনেকে নিয়ে যাওয়ার চেষ্টা করে। পিস্তল দেখিয়ে ভয়ও দেখানো হয়। [৫] উপস্থিত আত্মীয়-স্বজন ও প্রতিবেশীদের বাধায় অপহরণে ব্যর্থ হয়ে বর পক্ষকে নানা হুমকি দেয়। সম্পাদনা : রায়হান রাজীব
এ ঘটনার পর গ্রাম থেকে আসা বর পক্ষ ভয়ে বিয়ে বন্ধ করে দেন।[৬] জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক অনিরুজ্জামান অনিক মেয়ে অপহরণচেষ্টার অভিযোগ অস্বীকার করেছেন।[৭] পিরোজপুর সদর থানার পরিদর্শক (তদন্ত) আব্দুস সোবাহান জানান, এ ঘটনায় পৌরসভার ৫নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি ও কনের বাবা দেলোয়ার হোসেন থানায় একটি লিখিত অভিযোগ দিয়েছেন।